গাজীপুরঃ রক্তদান গাজীপুর সেচ্ছাসেবীদের উদ্দোগে সোমবার সালনা বাজারে রিক্সা চালক, দোকানদার, ড্রাইভার,হকার,পথচারী ও নিন্মআয়ের মানুষের মাঝে প্রায় ২০০ জনকে রান্না করা খাবার দ্বারা ইফতারী বিতরণ করা হয়।
মূলতঃ মূমর্ষ রোগীর জন্য রক্তের জোগার করে দেয়া এই সংগঠনের মূল কাজ হলেও এর পাশাপাশি তারা রক্তদানে মানুষকে উৎসাহী করার লক্ষে নানা কর্যক্রম পরিচালনা করে থাকে।
যেমন বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্নয়,সুবিধাবঞ্চিতের পাশে ধারানো,শীতবস্ত্রবিতরণ,খারাব বিতরণ ইফতার বিতরণ ইত্যাদি।
আজকের ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মোঃ সাখাওয়াত হোসেন খান (মানিক) কাওসার চৌধুরী, আসাদুল ইসলাম,আলী হোসেন,আল-আমীন, সহ গ্রুপের অন্যান্য সদস্যগন।
তাদের এই মহতী উদ্দ্যেগকে গাজীপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বাগত জানিয়েছে।তাছাড়া রক্তদান করে মানুষের জীবন বাঁচানো ইতোমধ্যে সাধারণ মানুষের মনিকোঠায় স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে।