রাহাত আকন্দ সংবাদদাতাঃ গফরগাওয়ের পাইথলে এক অসহায় কৃষকের ধান কেটে দেন এলাকায় স্থানীয় ১১ জন যুবক। তারা গতকাল সকালে উপজেলার গোয়ালবর গ্রামে দল বেঁধে এক দরিদ্র কৃষক সোয়েব মিয়ার খেতের ধান কেটে দিলো। ২৫ শতক জমির ধান কেটে দেয় তারা।
ধান কাটায় অংশগ্রহণ কারী পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে এসএম স্বাধীন ঢালী বলেন গোয়ালবর এলাকায় অসহায় কৃষকের প্রায় (২৫ শতাংশ) জমির ধান শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না…… । ক্ষেতে ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল, যে কারণে শ্রমিক সংকটে পাচ্ছেন না কোনো শ্রমিকও এইরকম সংবাদ পেয়েই তারা ধান কাটায় অংশ নেন।
ধান কাটায় অংশগ্রহন কারী ফাহিম আহম্মেদ ফাহাদ বলেন, ‘ওই কৃষকের ধান কেটে দিতে পেরে আমরা সবাই আনন্দিত। আমাদের ১১ বন্ধু বড়ভাই মিলে স্বতঃস্ফূর্তভাবে ধান কাটায় অংশ নিয়েছে। অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন এমন যে কেউ যোগাযোগ করলে আমরা তাঁদের পাশে দাঁড়াব।
স্বাধীন ঢালীর নেতৃত্বে ধান কাটায় অংশগ্রহণ করেন ফাহাদ ঢালী, সুজন ব্যাপারী,রাকিবুল দপ্তরী, নাঈম দপ্তরী, সিয়াম শেখ, রিয়াদ, জিহাদ হাসান, মাজাহারুল, আহাদ, আফজাল প্রমূখ।