……খায়রুননেসা রিমি
ভালোবাসা কমে গেলে প্রিয়ার গায়ে শুয়োরের গায়ের গন্ধ পাওয়া যায়।ভালোবাসা কমে গেলে ভালোলাগা মানুষের হৃদয়ে এক্সিমা দেখা যায়।
ভালোবাসা কমে গেলে প্রিয়ার শরীরের টকটকে লাল রক্তে রক্ত স্নান
করতে মন চায়।
ভালোবাসা কমে গেলে প্রিয়াকে বেশ্যা বানাতেও সংকোচ লাগে না।
ভালোবাসা কমে গেলে ৪ যুগ একসাথে থাকার পরেও তাকে ডাইনি মনে হয়।
যে নাভির নিচে তুমি একসময় আতরের সুবাস পেতে,
ভালোবাসাহীনতায় তা আজ পচা দুর্গন্ধ।
অথচ যার গায়ে আজ তুমি শুয়োরের গন্ধ পাও,
সেই তোমাকে জীবন বাজি রেখে মৃত্যুকূপ থেকে তুলে এনেছিলো।
নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিলো।
রাতের পর রাত নির্ঘুম থেকে তোমার সেবা করেছিলো।
যখন তোমার গুয়ে মুতে একাকার জীবন
তখনও সে পরম যত্নে তোমার গু সাফ করে দিয়েছিলো।
তোমার গুয়ের তীব্র গন্ধে আড়ালে বমি করেছে কতদিন, তবুও তোমাকে বুঝতে দেয়নি।
তোমার সেবা করতে গিয়ে অনিদ্রা,অনাহারে তার পাকস্থলীতে আজ দগদগে ঘা।
সেতো তোমারই জন্য।
তোমার সেবা করতে গিয়ে দিনের পর দিন নাওয়া, খাওয়া বাদ দিয়ে
অবসাদে নুয়ে পড়া শরীর টেনে হিঁচড়ে নিয়ে হাসি মুখে সেবা করেছিলো তোমাকে সুস্থ করতে।
আর সেই তুমিই আজ তার শরীরে শুয়োরের গন্ধ পাও?
আচ্ছা,তোমার নিজের গায়ের গন্ধ কি কখনও সুকে দেখেছো?
এইকি তবে ভালোবাসার প্রতিদান?