ককটেল রেখে দোকানীকে ফাঁসাতে গিয়ে নারী সাংবাদিকসহ চারজন আটক

Slider নারী ও শিশু

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক গুদাম থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
হেফাজতে নেয়া সাংবাদিক পরিচয়দানকারীরা হলো, দিনাজপুর জেলার কতোয়ালী উপজেলার মধ্য বালুবাড়ি গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. তানভীর আহম্মেদ (৪০), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আফালকাঠি গ্রামের শেখ রুহুল আমিনের ছেলে শেখ মাহমুদুল হাসান (৩১), নাটোর জেলার লালপুর উপজেলার টিটিয়া গ্রামের মো. মশিউর রহমানের ছেলে মাহমুদুর রহমান (২৫) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গোয়ানপাড়া গ্রামের মো. বশিরুল হকের মেয়ে রহিমা আক্তার মুক্তা (২৪)।
চুন ব্যবসায়ী কফিল উদ্দিন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে অপরিচিত এক ব্যক্তি চুন কেনার কথা বলে দরদাম ঠিক করেন এবং হাতে থাকা বাজারের ব্যাগ আমার দোকানে রেখে বিশ মিনিট পর এসে চুন ও ব্যাগ নিবেন বলে জানান। এর আধঘন্টা পর এক নারীসহ তিনযুবক সাংবাদিক পরিচয়ে এসে দোকানের বিভিন্ন জায়গা তল্লাশি শুরু করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুইয়া জানান, জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মামুন জানান, ককটেল উদ্ধারের খবরে ঘটনাস্থলে গিয়ে দোকান মালিক, সাংবাদিক ও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলা হয়। পরে সাংবাদিকদের কথায় অসঙ্গতি পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *