গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ সহয়তা নিন্ম আয়ের মানুষের হাতে পৌঁছে দিলেন স্থানীয় সাংসদ। মঙ্গলবার (৪ মে) সকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে, স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসের সবুজ এমপি নিন্ম আয়ের মানুষের হাতে প্রধান মন্ত্রীর উপহার নগদ অর্থ সহয়তা তুলে দেন। করনো ভাইরাস সংক্রমণের রোধে চলমান লকডাউনের কারণে তেলিহাটি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার নগদ অর্থ সহয়তা তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত ফকিরের সঞ্চালনায় প্রধান মন্ত্রীর উপহার অর্থ সহয়তা বিতরণ কালে প্রধান অতিথি উপহার গ্রহীতাদের উদ্দেশ্যে করে বলেন, এই অর্থ সহয়তা বাংলাদেশর প্রধানমন্ত্রীর আপনারদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই, তিনি যেন দেশের সাধারণ মানুষের সেবা দিয়ে যেতে পারেন। মানুষের কল্যাণে কাজ করতে পারে।
প্রধান মন্ত্রীর অর্থ সহয়তা বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।