ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের বাইরেও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রায় ফেসবুকে ভক্ত-দর্শকদের সচেনতামূলক বার্তা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আবারও করোনাভাইরাস প্রসঙ্গ নিয়ে ফেসবুক লাইভে এসেছেন তিনি। উদ্বেগ জানিয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে।
অপুর ভাষ্য, ‘এখন পরিবেশটা খুব একটা ভালো না। পরিস্থিতি আমাদের সঙ্গে নেই। আমি বসে বসে সংবাদ দেখছিলাম। বিগত দিন থেকে এ পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা হলো ৭ লাখ ৩৫ হাজার ৩২২ জন। খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই। অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যখন আমাদের এ মহামারি শুরু হয়েছে, তখন আমরা যে পরিস্থিতি মোকাবিলা করিনি; আজকে তার থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘পরিস্থিতি আসলেই আমাদের মাঝে নেই। আমাদের পাশের দেশ ভারতে কি মহামারি যাচ্ছে। আমরা ২০২১ সাল নিয়ে আনন্দিত ছিলাম, কিন্তু তা আর হলো না। আর যেন আমাদের লকডাউনে পড়তে না হয়, তার জন্য সকলের উচিত স্বাস্থ্যবিধি মনে সুন্দরভাবে পথচলা। এটাই যেন আমাদের কামনা হয়।’
সবশেষে ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘অনেক সময় আমাদের মনে হয়, ও করোনায় তো আমাদের পরিবারের কারও কিছু হয়নি বা আমাদের তো কারোই করোনা হয়নি। তার মানে এই নয়, যে আগামীতে হবে না। তার তো কোন সিউর নেই। আমরা সবাই যেন পরিবার নিয়ে সুখে-শান্তিতে থাকি, তার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই মহামারি শুধু একদিন দু’দিনের জন্য নয়, হয়তো আরো অনেক দিন এটি আমাদের বয়ে নিয়ে যেতে হবে। আমাদের এক পরিবারের মতো হয় পথচলতে হবে। সামনে ঈদ, আনন্দ যেন আনন্দময় হয়, এটাই আমার চাওয়া।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে থেকেই নিজেকে ঘরবন্দি করেছেন অপু বিশ্বাস। সময় কাটাচ্ছেন পুত্র জয়কে নিয়ে।