বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চ তুলে দিয়েছে পুলিশ। এসময় বিছানাপত্রসহ সব সরঞ্জাম নিয়ে গেছে তারা। আজ দুপুরে বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ কাদের সিদ্দিকীর অবস্থানস্থলে মঞ্চ ও বিছানাপত্রসহ সব কিছু নিয়ে যায়
এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী অভিযোগ করেন, সরকার অহিংস আন্দোলনও করতে দিচ্ছে না। বর্তমানে বঙ্গবীর কাদের সিদ্দিকী ফুটপাতেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তিনি।
ইকবাল সিদ্দিকী আরো বলেন, ‘এমন একটি অহিংস সুশৃঙ্খল আন্দোলনে বারবার পুলিশি হয়রানি এবং নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’