করোনা আক্রান্ত হলেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। জোরকদমে শুরু হয়েছে তার চিকিৎসা। গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন ‘মহাগুরু’। প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সৌজন্যে নির্বাচনী সভা। আর সেই প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। ভিড়ে ঠাসা সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানো সহ বক্তৃতার কাজ সেরেছেন এই অভিনেতা।
তাকে ঘিরে ফ্যানদের উছ্বাস, সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া ‘সুপারস্টার’। রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি। সম্প্রতি, করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস এর জেরে নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও দায়ের করেছেন।