একযুগ নয়,এক বছর নয়,একমাস নয়,এক সাপ্তাহ নয়,একদিন নয়,
এক ঘন্টা নয় এমন কি এক মিনিটও নয়,
তোমার কাছে চেয়েছিলাম শুধু ত্রিশ সেকেন্ড সময়।
তৃষিত দুপুরে এই ব্যথিত হৃদয়,
বেশি কিছু নয়,
চেয়েছিল শুধু ত্রিশ সেকেন্ড সময়।
দেখে তোমার ডাগর ডাগর আখি,
এ হৃদয়ের ভালোবাসার সুখ পাখি,
আনন্দে একডাল থেকে আরেক ডালে উড়ছিলো
আর সেই আনন্দে তোমায় কিছু কথা বলতে চেয়েছিল হৃদয়
যে কথা বলতে বেশি নয়
চেয়েছিলাম শুধু ত্রিশ সেকেন্ড সময়।
সে সময়টুকু তুমি দাওনি আমায়
শুনতে চাওনি কি বলতে চেয়েছিলাম তোমায়। তাড়াতাড়ি চলে গেলে দিয়ে ব্যাস্ততার দোহায়।
তবে তুমি সময় না দিলেও,
চলে যাবার সময় দিয়েছিলে এক চিলতে হাসি
যে হাসি দেখলে শত সহস্রবার পরা যায় গলায় ফাঁসি।
তাই তো তোমার চলে যাবার সময় দিয়ে যাওয়া সেই হাসি নিয়ে আজও অপেক্ষায় আছি।
যদি কখনো তোমার সময় হয়
তাহলে বেশী কিছু নয়
দিও শুধু ত্রিশ সেকেন্ড সময়।