গাজীপুর: বিশ্বস্ত সংবাদের প্রেক্ষিতে অত্র থানার এসআই (নিঃ) শুভ মন্ডল, এসআই (নিঃ) জামিল উদ্দিন রাশেদ এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা কালে ২০/০৪/২০২১ ইং তারিখ বেলা অনুমান ১৭.১০ ঘটিকার সময় অত্র থানাধীন নিমতলী ব্রীজ এলাকায় বেলা অনুমান ১৭.০০ ঘটিকার দিকে অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পাইয়া সন্দেহজনক দ্রুত পালানোর চেষ্টা কালে দুইজন মহিলাকে আটক করা হয়।
সঙ্গীয় নারী পুলিশ সহ তাহাদের জিজ্ঞাসাবাদে এলোমেলো সন্দেহজনক কথাবার্তা বলে। তখন তাহাদের সাথে থাকা ভেনিটি ব্যাগ উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় নারী পুলিশ সদস্য কর্তৃক তল্লাশী কালে একজনের ভেনিটি ব্যাগে ২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে তাহার নাম জানায় শাবানা, স্বামী- নুরুল হুদা, সাং- পারকুলাপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ এবং অপর আটককৃত মহিলার ভ্যানিটি ব্যাগ তল্লাশী করিয়া ০৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে তাহার নাম জানায় নুপুর বেগম, স্বামী- মৃত আরমান, সাং- দরগাপাড়া, থানা- পাচবিবি, জেলা- জয়পুরহাট। আসামীদ্বয় আরও জানায় তাহারা একত্রে টঙ্গী পশ্চিম থানাধীন সুরতড়ঙ্গ রোডে মঞ্জু সরকার এর বাড়ীর ৪র্থ তলায় ভাড়া থাকে। তাহারা ২৫ বোতল ফেন্সিডিল বিক্রয় করার জন্য মাঝুখান এলাকায় আসিয়াছিল বলিয়া জানায় এবং জিজ্ঞাসাবাদে তাহারা টঙ্গী পশ্চিম থানাধীন বাসায় আরও ফেন্সিডিল রহিয়াছে বলিয়া জানায়। তাহাদের নিকট হইতে প্রাপ্ত উল্লেখিত ফেন্সিডিল জব্দ করিয়া তাহাদেরকে নিয়া বাকি ফেন্সিডিল উদ্ধার এর জন্য উল্লেখিত টঙ্গী পশ্চিম থানা এলাকার ৪র্থ তলার ভাড়া বাসায় যায়। স্বাক্ষী সহ উপস্থিত লোকজনদের মোকাবেলায় আসামী শাবানা ঘরের তালা খুলিয়া নুপুর সহ আমাদেরকে স্বাক্ষী সমেত ঘরে প্রবেশ করিয়া তাহারা কাঠের চেয়ার নিয়া আসে। বিশেষ ভানে নির্মিত উক্ত এই কাঠের চেয়ারের পিছনের ঢাকনা খুলিয়া চেয়ারের ভিতর হইতে ২৯ টি ফেন্সিডিল এর বোতল বাহির করে। যাহার মধ্যে ০৫ টি ফেন্সিডিল পূর্ন বোতল, ০৪ টি ফেন্সিডিল এর বোতল অর্ধপূর্ন এবং ২০ টি খালি ফেন্সিডিল এর বোতল আসামী শাবানা বাহির করিয়া দেওয়া মতে স্বাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। জব্দকৃত সকল ফেনসিডিল, চেয়ার এবং আসামী সহ থানায় আনিয়া হাজির করা হয় এবং এজাহার দায়ের ও নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রেস রিলিজ প্রেরক
জাকিরহাসান
বিপি-৭৪০৬১১৩৯৬৪
উপ-পুলিশ কমিশনার
অপরাধ(উত্তর)
অতিরিক্তদায়িত্বে
(মিডিয়াসেল)
গাজীপুরমেট্রোপলিটনপুলিশ, গাজীপুর