গাজীপুরঃ করোনা মহামারীর প্রকোপে সমগ্র বাংলাদেশের কৃষকরা যখন শ্রমিক সংকটে ভুগছে ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সমগ্র দেশব্যাপী কৃষকের পাশে দাঁড়ানো আরম্ভ করেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর খৈকরা গ্রামের দুর্ঘটনা আহত কৃষক গুলজার হোসেনের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা এস এম জোবায়ের হিমেল ও তার সাথে এক ঝাঁক ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
জানা যায় কৃষক গুলজার হোসেন কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় হাতে ও পায়ে মারাক্তকভাবে আঘাত প্রাপ্ত হন। বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিব খানের আহব্বানে হিমেল নিজ উপজেলা কালিয়াকৈর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মাননীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির নির্বাচনী এলাকা কালীগঞ্জ উপজেলায় এই ধান কাটা কর্মসূচিতে যোগদান করেন। এ ব্যাপারে তিনি বলেন ” মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন পূরণে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক আদেশ পালনে গাজীপুর জেলা ছাত্রলীগ পরিবার বদ্ধপরিকর। গুলজার ভাইয়ের মতো সংকটে থাকা কৃষক ভাইয়ের সন্ধান যেখানেই পাব গাজীপুর জেলা ছাত্রলীগ সেখানেই তাদের পাশে গিয়ে দাঁড়াবে।” গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সাহেবের নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক আদেশ অনুযায়ী তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় ধান কাটাত অংশ নেয় জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ খান ও জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অনিক, শামসুল হক সবুজ এবং বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ