বিশেষ সংবাদদাতা, কলকাতা: দাবানলের গতিও এত দ্রুত হয় না। ভারতে কোভিড খুব তাড়াতাড়ি পক্ষপুট বিস্তার করছে। বুধবার মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬২০ জন। অর্থাৎ ২ লাখ হতে বাকি আর মাত্র ৩৮০। আমেরিকায় দ্বিতীয় সার্জে ১ লাখ থেকে ২ লাখ হতে সময় নিয়েছিল ২১ দিন। ভারতে সেই সময়টা লাগল কার্যত ১০ দিন। বুধবার মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। মঙ্গলবার মারা গিয়েছিলেন ১ হাজার ৩৫ জন।
কোভিডের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড-এর সরবরাহে টান পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, তারা টাকা নিয়ে বসে আছেন, ভ্যাকসিন পাচ্ছেন না। মৃত্যর ক্ষেত্রে সবার ওপরে আছে মহারাষ্ট্র। সেখানে বুধবার মারা গেছেন ২৭৮ জন। সব মিলিয়ে কোভিড পরিস্থিতি ভারতে আরো সঙ্গিন হয়েছে। আগামী পাঁচ দিনে পরিস্থিতির উন্নতি না হলে ভয়াবহ সংকট দেখা দেবে।