খায়রুননেসা রিমি আপার বই নিয়ে কিছু কথা

Slider সাহিত্য ও সাংস্কৃতি

বই মেলায় কবি ও কথাশিল্পী খায়রুননেসা রিমির কাছ থেকে তাঁর দুটো বই ‘‘ যুবক তোমার জন্য ও ‘‘মন রাঙে না ফাগুনে’’ অটোগ্রাফ সহ সংগ্রহ করলাম। বই দুটো ভাল ভাবে পড়লাম।বই দুটো আমাকে ভীষণ টানে,পড়া শেষ না করে আর থামতে পারলাম না। রূপসী নারীর চুলের ঘ্রাণের এক ধরণের মাদকতা থাকে । এই বইয়েও সেই মাদকতা আছে যা পাঠককে সামনের দিকে টেনে নিয়ে যায়।

রিমির লেখা ব্যক্তি রিমির মতই সহজ সরল,স্বচ্ছ নদীর জলের মত। জীবন উষ্ণতার কাছাকাছি যেয়ে তিনি লেখেন,জীবনকে তিনি যেভাবে দেখেন কোথাও কোন লুকোচুরি নেই। কোন কিছুর বাড়াবাড়ি নেই, প্রেম আছে তবে সেটা যেন সদ্যফোটা বাচ্চা পাখির বাসা থেকে পড়ে গেলে থলথলে করে ঠিক তেমনি।

আপনার লেখা বই দুটো আমার স্ত্রী নাসিমা পড়ে বলে, দুটো বই চমৎকার, খুবই ভালো লিখেছে। ওর খুব ভালো লেগেছে।
বইটি পড়ে আমরা বুঝতে পেরেছি “যুবক তোমার জন্য “বইটি এত বেশি সেল হওয়ার কারণ।বইটি না পড়লে
একটি ভালো বই পড়া থেকে বঞ্চিত হতাম।

যুবক জীবন বই পড়ে আমি যেমন তার লেখার প্রমে পড়ে যাই তেমনি নারীদেরও আরও বেশি প্রেমে পড়ে যেতে দেখেছি। তিনি এভাবে লেখায় সচল থাকলে আমি আশাকরি তিনি পৌঁছে যাবেন তার গন্তব্যে। তার জন্য আমার অনেক দোয়া ও আর্শিবাদ রইলো।
শুভকামনা💥💥
আশরাফুল আলম
লেখক ও শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *