করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল থেকে এ রোগে আক্রান্ত।
বুধবার সন্ধ্যায় একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন বলেছেন, ‘ম্যাডাম এখন হাসপাতালে আছেন। তাকে ২৪ ঘণ্টা আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেভাবেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। এখনো সিটি স্ক্যান রিপোর্ট আসেনি, এলে বিস্তারিত জানাতে পারব।’
সূত্র জানায়, চলতি সপ্তাহেই জ্বর আসে কবরীর। শরীরে ব্যথাও ছিল। করোনা নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্টে পজিটিভ আসে।
উল্লেখ্য, সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।