যশোর: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় নিহত যশোরের ঠিকাদার নুরুজ্জামান পপলু ও তার একমাত্র মেয়ে স্কুলছাত্রী মাইশার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের ঘোপ কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে যশোর ঈদগাহ ময়দানে নুরুজ্জামান পপলু ও মাইশার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়।
এদিকে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাবা ও মেয়ের মৃতদেহ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয়-বিদারক দৃশ্যের অবতরণা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ এ পরিবেশে তাদের শেষবারের মত এক নজর দেখার জন্য প্রচুর মানুষ ভীড় করেন। এ সময় সবার মুখে ছিল একটাই কথা, আমরা এ ধরণের রাজনৈতিক সন্ত্রাস চাইনা।
এর আগে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টায় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় নিহত হন বাবা ও মেয়েসহ সাতজন।