গাজীপুরঃ গত শুক্রবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হেফাজত পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার প্রধান আসামী হাফেজ মাওলানা ফারুক আল মাদানী। তার বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। যে মাদানী সমাবেশ ডেকেছিলেন তিনি আসামী নন। আজ এই মামলায় গ্রেফতার ২১ আসামীর জামিন বাতিল করেছে আদালত।
আজ রোববার গাজীপুর আদালতে সহকর্মীদের জামিন নিতে আসা হেফাজত নেতাদের মধ্যে হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন জানান, বিজ্ঞ আদালত ২১ আসামীর জামিন বাতিল করেছেন।
গত শুক্রবার বাদ জুমা চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও টঙ্গীতে হেফাজতের সমাবেশ হয়। সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ হলে পুলিশ মামলা করে। মামলায় ৩১জনকে শনাক্ত ও কয়েকশ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
গত সোমবার বোর্ডবাজার এলাকার আব্দুর রহীম মাদানী সমাবেশ আহবান করেন।