শ্রীপুরে ট্রেনে বোমা হামলার মামলায় ১৫ বিএনপি কর্মী কারাগারে

ফুলজান বিবির বাংলা

Train-1422943748

শারমিন সরকার

ব্যুারো চীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীপুর অফিস: গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর পর্যন্ত তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে উপস্থিত করলে আদালত আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।

এরা হলেন, গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল, পৌরসভার মাস্টারবাড়ী এলাকার নওশের আলীর ছেলে আইয়ুব আলী, মৃত তছলিম উদ্দিনের ছেলে নাজমুল মিয়া, মৃত মজিদ মিয়ার ছেলে খাইরুল ইসলাম, মৃত হাজী ফজুমুদ্দীনের ছেলে মাসুদ করিম, কেওয়া দক্ষিণ খণ্ড গ্রামের আব্দুল গফুরের ছেলে মতিউর রহমান (৩৩), বেড়াইদেরচালা গ্রামের মৃত মোমেন সরকারের ছেলে শরীফ সরকার (২৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলী হোসেন (৩২), বৈরাগীরচালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩০), পূর্ব লোহাগাছ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সৈকত খান (২২), শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মোস্তফা কামালের ছেলে রিফাত (১৫), বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের মৃত সালাম আকন্দের ছেলে ফাহাদ আকন্দ, মৃত নাছির উদ্দিন আকন্দের ছেলে মোজাম্মেল হক (৩৮), তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রুহুল আমীন (৪৫), গাজীপুর ইউনিয়নের উত্তর ধনুয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সজীব মিয়া (২৫)।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউট সিগন্যালের কাছে জামালপুর কমিউটার এক্সপ্রেসে ট্রেনে একদল দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দুজন দগ্ধ ও ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আরও দুজন আহত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *