গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গতকাল শুক্রবার হেফাজতপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ ২৮১ জন হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, পুলিশের কাজে বাধা ও দাঙ্গা সৃষ্টির অপরাধে উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, পুলিশ ঘটনার দিন ২১ আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক রয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি।
এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে হেফাজত অনুসারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় হেফাজতপন্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।