রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ বসতবাড়ি না থাকায় স্ত্রী সন্তান নিয়ে শশুর বাড়ির একটি ছাপরা ঘরে দিনপাত করছেন গৃহহীন দিনমজুর নূরু মিয়া। মানুষের বাড়িতে সারাদিন কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালিয়ে নিতে অনেক কষ্ট হয় দিনমজুর নূরু মিয়ার। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে ঘর বাঁধার একটু জমি ছাড়া, তেমন কোন সহায় সম্পদ নেই তার। গৃহ নির্মাণের জন্য একটু জমি থাকলেও, গৃহ নির্মাণ করার জন্য তেমন কোন টাকা-পয়সা ছিলো তার। তাই বাধ্য হয়ে শশুর বাড়িতে থাকতেন বিয়ের পর থেকে। মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে এক মেয়েকে অল্প লেখাপড়া করিয়ে বিয়ে দিয়েছেন। আর দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে গাজীপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে শশুর বাড়িতে থাকতেন। স্থানীয়দের এমন সংবাদে গৃহহীন দিনমজুর নূরু মিয়ার জন্য গৃহ নির্মাণের জন্য এগিয়ে আসেন যুবলীগ নেতা কামরুল হাসান মন্ডল। যুবলীগ নেতা বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধান মন্ত্রীর উপহার বাস্তবায়নের লক্ষ্যে, আমি তার একজন নগন্য কর্মী হিসেবে গৃহহীনের পাশে দাঁড়িয়েছি। শেখ হাসিনার উদ্যোগ আর্থিক সহায়তায় ‘আশ্রয়ণে অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগান বাস্তবায়নের অংশ হিসাবে নূরু মিয়াকে নিজস্ব অর্থায়নে গৃহ নির্মাণ করে দেয়া হয়।