রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব) সঙ্গে বন্ধুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন।র্যাবের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পর ওই ক্রস ফায়ার হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বন্ধুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর প্রধান (সিও) অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ।
তিনি জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাঠেরপুল এলাকা দিয়ে যাওয়ার সময় র্যাবের টহল টিমের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুই যুবক।
এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করলে র্যাবকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এমন পরিস্থিতিতে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় ওই যুবক নিহত হন।
নিহত দুই যুবকের একজনের বয়স আনুমানিক ২৪ বছর এবং অন্যজনের ২০ বছর হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, বন্ধুকযুদ্ধের সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২টি অবিস্ফোরিত পেট্রোলবোমা, ৮টি ককটেল উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, ওই দুই যুবক মোট ৩টি পেট্রোল বোমা এনেছিল। এর মধ্যে একটি র্যাবের গাড়িতে ছুঁড়ে মারায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ ঘটনায় র্যাবের কোনো সদস্য আহত হননি।
বন্ধুকযুদ্ধে নিহত দুই যুবকের মৃতদেহ ঢাকা মেডিকের কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।