কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় সাতজনের মৃত্যুর ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগে মামলা দু’টি দায়ের করেন। দুই মামলায় বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখসহ আরো ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে একটি বাসের সাত যাত্রী নিহত ও ২৬ জন আহত হন।