গাজীপুরে রহীম আল মাদানীর ডাকে মহাসড়কের তিন জায়গায় হেফাজতের বিক্ষোভ, সংঘর্ষ

Slider গ্রাম বাংলা

গাজীপুরঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুর রহীম আল মাদানীর ডাকে মহাসড়কের তিন জায়গায় বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষও হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর একযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও টঙ্গীতে ওই তিনটি বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুর রহীম আল মাদানী বিক্ষোভের ডাক দেয়।

আজকের তিনটি সমাবেশের মধ্যে চান্দনা চৌরাস্তায় মহাসড়ক থেকে সরানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে আল মাদানী কোন রাজনৈতিক দলের লোক তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন, তিনি বিএনপি-জামাতের নাশকতা মামলার আসামী। তবে অন্য সূত্র বলছে, মাদানী বর্তমানে ক্ষমতাসীন দলের মদদপুষ্ট। প্রায়ই তিনি আওয়ামীলীগ নেতাদের সমাবেশে বক্তব্য দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *