যুক্তরাজ্যের করোনাভাইরাস রেড লিস্টে যুক্ত করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনকে। এটি আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সর্বশেষ ১০ দিনের মধ্যে এসব দেশ থেকে আসা কিংবা এসব দেশে ট্রানজিট নেয়া কাউকে আর ইংল্যান্ডে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না। তবে বৃটিশ ও আইরিশ নাগরিকরা প্রবেশের অনুমতি পাবে। সেক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সরকার অনুমোদিত কোয়ারেন্টিন হোটেলে ১০ দিন অবস্থান করতে হবে। হোটেলের ভাড়াও তাদেরকেই বহন করতে হবে। স্কাই নিউজ জানিয়েছে, কোভিড-১৯ এর ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট মোকাবেলায়ই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন ৪ দেশ যুক্ত হওয়ায় এ রেড লিস্টে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯টিতে।