প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে জেট এয়ারওয়েজ একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে রওয়ানা হন। দলের চেয়ারম্যানকে বিদায় জানাতে বিমানবন্দরে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যুগ্মÑ দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সফরের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা জানিয়েছেন, এরশাদ তার এক বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারত গেছেন। তার সফরসঙ্গী হয়েছেন একান্ত সচিব মেজর (অব:) খালেদ আখতার। আগামী ৬ই ফেব্রুয়ারি চারদিনের সফর শেষে এরশাদ দেশে ফিরবেন।
