তদন্তে হেফাজত নেতাদের নাম এলে ব্যবস্থা নেওয়া হবে–আইজিপির

Slider বাংলার মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া, হরতালে নাশকতা ও হামলার মামলায় হেফাজতে ইসলামের নেতাদের নাম না থাকার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘যারা অনস্পট ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের দেশে কোনও কাজ হলে দশ রকম কন্ট্রোভার্সি হয়। আমরা এক্ষেত্রে চাইনি এরকম কিছু হোক। তদন্ত চলছে। তদন্তে হেফাজত নেতাদের বা নির্দেশদাতাদের নাম এলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে বাদ দেইনি।’

বুধবার (৩১ মার্চ) ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘গত ২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দিন হেফাজত সারা দেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম, পরবর্তীতে চট্টগ্রামের হাটহাজারী থেকে। আমাদের কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। হাটহাজারী থানায় মাদ্রাসা শিক্ষার্থীরা আক্রমণ করেছে। এর আগেও এই থানায় তারা আক্রমণ চালিয়েছে। ভূমি অফিসে আক্রমণ করেছে। ডাকবাংলোতে আক্রমণ করেছে। ভূমি অফিসের সব কাগজপত্র একত্রিত করে জ্বালিয়ে দিয়েছে। এতে ওই অঞ্চলের মানুষ বছরের পর বছর কষ্ট পাবে।’

আইজিপি বলেন, ‘হাটহাজারীতে আমাদের একজন শিক্ষানবিশ এএসপিকে অপহরণ করে তারা নিয়ে যায়। তাকে বেধম মারধর করা হয়। একজন ডিএসবি সদস্যকে নিয়ে যাওয়া হয়। তাদের হত্যার জন্য মারধর করা হয়।’

হামলার উদ্দেশ্যের বিষয়ে তিনি বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *