টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, ১০ ওভারের কার্টেল ম্যাচ

Slider খেলা


বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি- টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিলো। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি থামায় অবশেষে মাঠে নামছে দুই দল। ইতিমধ্যে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।
এই ম্যাচে বাংলাদেশ নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। চোটের কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। চোট জর্জর দল বাধ্য হয়েই একাদশে এনেছে অনেক পরিবর্তন। নিয়মরক্ষার ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লিটন দাস।

দ্বিতীয় টি- টোয়েন্টির মত এইে ম্যাচেও বৃষ্টির বাধা তৈরি হয় শুরুতে। তাই খেলা শুরু হগতেই বেশ কিছুক্ষণ বিলম্ব হচ্ছে।
টস হয়েছে নির্ধারিত সময়ের প্রায় আড়াাই ঘণ্টা পর। স্বভাবতই ম্যাচ হবে কার্টেল ওভারে। বৃষ্টিতে অর্ধেকে নেমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। প্রতি ইনিংসে খেলা হবে ১০ ওভার। পাওয়ারপ্লে থাকবে ৩ ওভার। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে খেলা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *