ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫১৮১ জন। দেশে করোনায় এটাই সবচেয়ে বেশি শনাক্ত। মোট শনাক্ত ৬ লাখ ৮৯৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০৭৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৩৮হাজার ১৮জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ এবং ২৮হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ ১৭হাজার২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।