রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ হেফাজত ইসলামের ডাকা হরতালের বিপক্ষে শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ও উপজেলা ছাত্রলীগ। রবিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে। মহাসড়কের আশপাশের গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী। অপরদিকে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ তাদের প্রধান কার্যালয়ে বেলা বারোটার দিকে এক প্রতিবাদ সভা করেছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাফি উদ্দিন মোড়ল, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মো. কফিল উদ্দিন মন্ডল প্রমূখ।
হরতালে নাশকতা এড়াতে শ্রীপুরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে। হেফাজত ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহতের প্রতিবাদে সারাদেশে দিনব্যাপী এ হরতাল আহবান করে হেফাজত ইসলাম।