সিলেটের রাজপথে হেফাজতের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

Slider সারাদেশ


সিলেটঃ সিলেটের রাজপথ দখলে রেখেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে। এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে ওই এলাকায়।
নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা দক্ষিণ সুরমায় হেফাজতের নেতারা সকাল থেকে রয়েছেন অবস্থানে।
তারা হরতালের সমর্থনে ওই এলাকায় দফায় দফায় মিছিল করেছে। এ সময় লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাদের লাঠি নিয়ে যায়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কিংবা স্বল্পপাল্লার কোনো যানবাহনই চলাচল করছে নাহরতালের কারণে সিলেট নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। ভারী কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি। নগরীর সব দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। কোর্ট পয়েন্ট এলাকায় হেফাজত নেতাদের অবস্থানের কাছাকাছি এলাকায় পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থানে রয়েছে।
তবে- সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *