রাজধানীর মালিবাগ রেল ক্রসিংএলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।হাতির ঝিল থানার এসআই আবদুল আলিম জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগ পুলিশ বক্সের কাছেই বাসটিতে আগুন লাগে। এতে তুরাগ পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব ১৫১৫৫৮) ভেতরের অংশসহ অনেক ছিট পুড়ে যায়।
অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ। কীভাবে আগুন লাগে তা জানা যায়নি। তবে গাড়ির লোকজন পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় আতংক রয়েছে।