গাজীপুর জেলা প্রশাসক কাযালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: আটক-১

টপ নিউজ

gazipur

গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসক কাযালয়ের সামনে একটি মানববন্ধন চলাকালে ককটেল বিস্ফারণ হয়েছে। এসময় জনতা ককটেল নিক্ষেপের সন্দেহে একজনকে ধরে পুলিশে দেয়।

আটককৃতের নাম মোঃ রমজান মোল্লাহ(২০) পিতার নাম ফিরোজ মোল্লা। বাড়ি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কামারিয়া গ্রামে।

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কাযালয়ের সামনে রাজবাড়ি রোডে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, কালিয়াকৈর প্রেসক্লাবের একজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কালিয়াকৈর প্রেসক্লাব মানবন্ধন করে। মানববন্ধন চলাকালে মানববন্ধনের পিছনে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় জনৈক শেখ রাসেল নামে এক ব্যাক্তি রমজান মোল্লাকে ধরে বোমা হামলাকারী আটক হয়েছে মর্মে চিৎকার করে। এসময় জনতা আটক রমজোনকে মারধর করতে চাইলে মানববন্ধনে অংশগ্রহনকারীরা না মেরে তাকে পুলিশে সোপদ করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি) রেজাউল হাসান  বলেছেন,আটক ব্যাক্তি ককটেল নিক্ষেপকারী কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তাকে ককটেল নিক্ষেপের সন্দেহে আটক করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *