গাজীপুরঃ গাজীপুর শহরে আদালতে হাজিরা দিতে আসা কয়েক ব্যক্তির উপর আদালত পাড়ায় ও হাসপাতালে দফায় দফায় হামলা হয়েছ। গুরুতর আহত একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘন্টাব্যাপী ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের হাসান উদ্দিন রবিন সভাপতি প্রার্থী ২৮ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও আরিফ সরকার সভাপতি প্রার্থী ২৮ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগ আজ মামলায় কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় আদালত পাড়ায় সন্ত্রাসী হামলায় আহত হয়। আহতদের চিকিৎসার জন্য তাজউদ্দীন মেডিকেলে নিলে ওই সন্ত্রাসীরা প্রানে মেরে ফেলার জন্য হাসপাতালে আবার হামলা চালায়।
আহতদের অভিযোগ, শহরের ব্লেক শাহিন রায়হান সোহরাব আরিফ এই হামলা চালিয়েছেন। তাদের বাড়ি স্থানীয় কাজী বাড়ি এলাকায়।
এই ঘটনার পর গাজীপুর শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন হয়েছে।