প্রাণকৃষ্ণ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংগঠনটির সহ-সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট রাজ শেখর দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসিত মজুমদার, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, শিব নারায়ন দত্ত, অধির রঞ্জন পাল, জয়দেব চক্রবর্তী, শুভ্রজিত সিকদার, পলাশ কুমার মিস্ত্রি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশ যখন আজ স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছে তখন সেই সময়কার মৌলবাদীদের দোসররা দেশকে এটি অস্থিতিশীল অবস্থা সৃস্টি করতে উঠে পরে লেগেছে। বক্তারা সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির দাবী জানান।