ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ ২৪.কম
গাজীপুর অফিস: প্রডাকশন ইনসেন্টিভ বোনাস, টিফিন ও বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে দুটি পোষাক কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে ছটি ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে পৃথক দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর সাতাইশ এলাকায় হুপ লোন এপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকরা প্রডাকশন ইনসেন্টিভ বোনাস ও বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রন করতে না পেরে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে।
এদিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় মিনি ম্যাক্স গার্মেন্টস নামে একটি পোষাক কারখানায় শ্রমিকেরা মজুরী বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে না পেরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটিতে ছুটি ঘোষনা করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) এস এ খালেক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।