তুহিন সারোয়ার।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার হরতালে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে।মঙ্গলবার সকাল থেকেই হরতালের তৃতীয় দিনে মহানগরের শিববাড়ী মোড়.জয়বেপুর চৌরাস্তা,টঙ্গী,কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।হরতালে নাশকতা এড়াতে গাজীপুরের বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব। সাদা পোশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশের নজরদারীও রয়েছে।গাজীপুরে নাশকতা এড়াতে পুলিশ-র্যাবের বিভিন্ন টহল টিম কিছু সময় পরপর বিভিন্ন এলাকাতে টহল দিচ্ছে। এ ছাড়াও বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে রায়্ট কার ও জলকামান।জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, নাশকতা এড়াতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।প্রসঙ্গত,সভা-সমাবেশে বাধা প্রদান, খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত। হরতালে নাশকতা মোকাবিলায় গাজীপুরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোতায়েন রয়েছে পুলিশ। এ ছাড়াও রয়েছে বিজিবি সদস্যরা।