করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণার খবরকে গুজব বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাধারণ ছুটি ঘোষণার খবর প্রচার হচ্ছে। খবরে একেক সময় একেক মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাধারণ ছুটি ঘোষণার খবরটি গুজব। এ ধরণের কোনো প্রজ্ঞাপন জারি কিংবা সিদ্ধান্ত হয়নি। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে ‘৭ দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খবরটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে।