ঘুম থেকে ওরা চির ঘুমে, ৭ যাত্রীর লাশ মর্গে

চট্টগ্রাম জাতীয়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত হন সাতজন। আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বাড়ি যশোর। নিহত ব্যক্তিদের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সময় যাত্রীরা সবাই ঘুমন্ত ছিলেন।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা, কুমিল্লা ও চৌদ্দগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজে আসা অগ্নিদগ্ধ তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন ফেরিওয়ালা শফিকুল (২০), কাঁচামাল ব্যবসায়ী হানিফ (২৯) ও রাশেদুল ইসলাম (২২)।
আহত যাত্রী চট্টগ্রামের কামাল হোসেন জানান, যাত্রীরা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আলোর ঝলকানিতে বাসটিতে আগুন ধরে যায়। তখন মনে হলো কেয়ামত নেমে এসেছে। সাতজন ঘুমের মধ্যে পুড়ে মারা যান। আহতরা চলন্ত বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচিয়েছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানান, কক্সবাজার থেকে আইকন পরিবহণের বাসটি ঢাকা আসছিল। আহত ১৬ জনকে উদ্ধারের পর চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মানুষগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। সাতজনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *