জাপানে সাত দশমিক দুই মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাতের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
জাপানের মেটেরোলজিকাল এজেন্সি জানিয়েছে, দেশটির মিয়াগি প্রশাসনিক অঞ্চলের উপকূল থেকে অল্প দূরে প্রশান্ত সাগরে সমুদ্রতলের ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে স্থানীয় টেলিভিশন চ্যানেল এনএইচকের সংবাদে জানানো হয়, ভূমিকম্পের পরপর সুনামির প্রথম ধাক্কায় এক মিটার উঁচু ঢেউ উপকূলে আঘাত হেনেছে।
ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় টোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সূত্র : ডয়েচে ভেলে ও টিআরটি ওয়ার্ল্ড