গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত ত্রিমোহনি থেকে ইসমাঈল হোসেন মাষ্টারঃ গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী খিরু ও সুতিয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এই মানববন্ধন হয়।
“নদীর পানিতে বিষ কেন প্রশাসন জবাব চাই” এই স্লোগানে ঐতিহ্যবাহী ক্ষিরু ও সুতিয়া নদী পারে মানববন্ধন হয়েছে।
১৯ মার্চ শুক্রবার বেলা ৪.০০ ঘটিকায় সুতিয়া ও ক্ষিরু নদী রক্ষা পরিষদ আয়োজিত মানববন্ধনে, সভাপতিত্ব করেন ড. এ কে এম রিপন আনসারী, সভাপতি, গাজীপুর জেলা প্রেসক্লাব।
রাহাত আকন্দের সঞ্চালনায়, মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আরিফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব, মোঃ ইসমাঈল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব।
আরো বক্তব্য রাখেন, মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা, কলামিস্ট সাঈদ চৌধুরী, আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক নদী পরিব্রাজক দল, শ্রীপুর উপজেলা, খায়রুল ইসলাম মীর, সাধারণ সম্পাদক কাওরাইদ যুব পরিষদ প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন
জহিরুল ইসলাম মানিক, আরিয়ান আহমেদ তাকবীর, নাদিম মুস্তাকিম, সিয়াম হাসান নয়ন ।