রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসের সবুজ।
(১৭ মার্চ বুধবার) সকালে স্থানীয় প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পেইল উদ্বোধন কালে, প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেডিকেল ক্যাম্পেইন ভূমিকা রাখবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। গ্রামের অবহেলিত মানুষের দ্বারে দ্বারে ঘুরে। তাদের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারলে,তবেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস এর তত্ত্বাবধানে গাইনী, চক্ষু, মেডিসিন, সার্জারী, অর্থোপেডিক, ডেন্টালসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, করোনা টিকা রেজিষ্ট্রেশন ও টিকা প্রধান, ডায়াবেটিস পরিক্ষা, মহিলাদের জরায়ু ক্যান্সার পরিক্ষা,অপুষ্ট শিশুদের নগর অর্থ প্রধান ও বিনামূল্যে দুধ বিতরণ করা হয়েছে।