কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১৪- ৪০৪৮) পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধকারীরা।
এতে ঘটনাস্থলেই সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। কারণ, পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় নিহতরা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পেট্রোল বোমা হামলার পরে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর আমরা সাতটি লাশ উদ্ধার করেছি। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। কারণ, আগুন পুড়ে তাদের দেহ বিকৃত হয়ে গেছে।
আহতদের বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে, পুড়ে যাওয়া বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।