কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতনের অভিযোগ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।
এর আগে গত ১০ই মার্চ নির্যাতনের অভিযোগে মামলার আবেদন করেন কিশোর। তাকে আটকের পর নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ওই আবেদনে আজ আদেশ দেন বিচারক। আদেশে পিবিআই’র একজন এসপি পদ মর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ই এপ্রিল ২০২১ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, ৩ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য জখমের বিষয়ে যথযথ অনুসন্ধান পূর্বক ২৪ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে।