নয়াপল্টন ভাসানী ভবনের সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল দুটির বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে পল্টন বটতলা গলিতে যাত্রীবাহী বাস লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে করে দুর্বৃত্তরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাসটিতে পড়েনি। তবে রাস্তায় আগুন ধরে গেলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্টন থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান জাহাঙ্গীর।
রাজধানীর মিরপুর-১১ তে বিআরটিসি’র যাত্রীবাহী দ্বিতল একটি বাসে অাগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণে কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন।
তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সোমবার ভোর থেকে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়।