‘সব হত্যায় হাসিনা হুকুমের আসামি হবেন’

Slider রাজনীতি

62037_er

প্রধানমন্ত্রীকে সব হত্যাকান্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে বিএনপি। আজ দলের পক্ষে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, বর্তমানে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী জোটের যেসব নেতাকর্মীদের হত্যা করছে আগামীতে এসব হত্যাকান্ডের হুকুমের আসামি হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন বেশি দুরে নয়। তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের সব দরজা বন্ধ করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যবস্থা ‘রুদ্ধ’ করে সরকার উগ্র পন্থাকেই উৎসাহিত করছে। ফলে ‘অবরুদ্ধ গণতন্ত্র’ বিলুপ্তপ্রায়। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে সরকারকেই তার দায় নিতে হবে।
বিবৃতিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে ‘দলীয়করণকৃত’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে। গতকাল রাজধানীর শাহ আলী থানার শিবির নেতা এমদাদ উল্লাহকে ‘বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজানো হয়েছে। এ ঘটনায় নিন্দা জানান বিএনপির এ মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *