ঢাকা: শিলা বৃষ্টি, এসিড বৃষ্টি আবার কখনও পাখি বৃষ্টির কথাও শুনে থাকবেন। কিন্তু মাছ বৃষ্টি! শুনতে অবাক লাগলেও। শ্রীলঙ্কার একটি গ্রামে এমন ঘটনাই ঘটেছে। আকাশ থেকে ঝুপ ঝুপ করে পড়েছে মাছ। আর গ্রামবাসীরা তা কুড়িয়ে নিয়েছে সাথে সাথেই।
গত সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের চিলাও জেলার একটি গ্রামে আকাশ মেঘলা হয়ে উঠে। বৃষ্টি হবে তাতে কোনো সন্দেহ নিই। কিন্তু গ্রামবাসীরা অবাক হয় যখন দেখে বৃষ্টির সাথে সাথে ঝরছে মাছও। রাস্তায়, উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছ। জলজ্যান্ত মাছ। লাফালাফি করছে। কিছুক্ষণ বুঝে উঠতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারেন তারা। তারপর কুড়াতে থাকেন একের পর এক। সেদিন গ্রামবাসীদের আনন্দের সীমা ছিল না। সবাই মিলে ৫০ কেজির মতো মাছ কুড়িয়েছিলেন।
তবে শ্রীলঙ্কায় মৎস বৃষ্টি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা কয়েকবার ঘটেছে। ২০১২ সালে দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে প্রথম মাছ বৃষ্টি হয়েছিল। তখন চিংড়ি বৃষ্টি হয়েছিল।
এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, ঝড়ের তোড়ে বাতাসের সাথে অনেক জিনিস অনেক সময় দূরে চলে যায়। এসময় নদীতে থাকা মাছ এমনকী ব্যাঙও ঘূর্ণিচক্রে পড়ে যায়। আকাশে উঠে বাতাসের সাথে অনেক দূর চলে যায়। পরে ঝড় থেমে গেলে ঝরে পড়তে থাকে।