মোঃ ইসমাঈল হোসেন ( মাস্টার ) গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে কৃষক, এয়াতিম শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতায় মানবতার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ মঙ্গলবার জেলার শ্রীপুর উপজেলাধীন হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাসে দিনব্যাপী মানবতার মিলনমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এ. কে এম রিপন আনসারী, সভাপতি, গাজীপুর জেলা প্রেসক্লাব।
মানবতার মিলমেলায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
সভাপতির বক্তব্যে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে রিপন আনসারী বলেন, সমাজের অসাহায় সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে গাজীপুর জেলা প্রেসক্লাব কাজ করছে। তিনি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দেশের সকল সাংবাদিক সংগঠন সহ অন্যান্য শ্রেনি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। অনতি বিলম্বে জাতীয় প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিক নিয়োগ সহ নীতিমালা প্রনয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান এ কে এম রিপন আনসারী।
জেলা প্রেসক্লাবের মানবতার মিলনমেলা- ২১ এর ভূয়সী প্রশংসা করে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নৃর মোহাম্মদ ফকির, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী প্রধান, খন্দকার মোঃ উবায়েদ উল্লাহ, মোঃ শফিকুল ইসলাম ভৃইয়া, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা প্রেসক্লাব প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে জেলা সাংবাদিক একাদশ ও শিক্ষক একাদশের মধ্যে প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এয়াতিম শিশুদের মাঝে উপহার বিতরণ,কৃষকদের মধ্যে শস্য বীজ বিতরণ এবং সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
হাজী আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের সংগীত দল।
অনুষ্ঠানের বিশেষ পর্বে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সবাই দাঁড়িয়ে অভিভাদন প্রদান করেন।
মানবতার মিলন মেলায় গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সদস্য বৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, ও সাংবাদিক, অতিথিবৃন্দ এয়াতিম শিশু, কৃষক ও শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে সাথে মধ্যাহ্নভোজন করেনন।