ঢাকা: রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। তাকে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত।
দুপুর দুইটা ৫০ মিনিটে মোসাদ্দেক আলী ফালুকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। খিলগাঁও থানার পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় (নং: ৪৭/১/১৫) তার দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি।
মামলাটিতে বিএনপির ১৫ জন শীর্ষনেতাকে এজাহারভুক্ত আসামিসহ আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। ফালু এ মামলার সন্দেহভাজন আসামি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন আসামিরা।