ডেস্কঃ নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শনিবার দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রেকর্ড অনুযায়ী এসব ভূমিকম্পের মধ্যে একটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। এর আগে অতি শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির পরের দিন এ ভূমিকম্প আঘাত হানলো। খবর এএফপি’র।
এসব ভূমিকম্পের ঘটনায় মারাত্মক ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলীয় গিসবর্নি নগরীর সমুদ্র উপকূলে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
শুক্রবার নিউজিল্যান্ডের প্রায় এক হাজার কিলোমিটার উত্তরপূর্বে প্রত্যন্ত কার্মাদেক দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে সর্বোচ্চ ৮.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরফলে সাউথ প্যাসিফিকের বিভিন্ন দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। এমন শক্তিশালী ভূমিকম্পের ফলে তিন মিটার (১১ ফুট) উচ্চতার সামুদ্রিক ঢেউয়ের যে ধারণা করা হয়েছিল শেষ পর্যন্ত তা হয়নি।