ঢাকা: অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি এ আহবান জানান। এসময় সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকার বেসামাল হয়ে পড়েছে। তাই শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করি। তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনাকে আমরা খালেদা জিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার যেকোন হুমকি দেশবাসী রুখে দাঁড়াবে এবং সরকারকে এর চরম মূল্য দিতে হবে।