সেনাবাহিনীর নির্দেশ মানতে না পেরে তিন পুলিশ কনস্টেবল মিয়ানমার থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে সেখানে আশ্রয় চাইছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে- আজ ভারতের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ওই তিন পুলিশ সীমান্ত অতিক্রম করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে প্রবেশ করেন। মিজোরামের সেরছিপ জেলার এসপি স্টিফেন লালরিনাওমা বলেছেন, ওই তিন পুলিশ বলছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা তাদেরকে যে নির্দেশ দিয়েছে, তা তারা মানতে পারছেন না। তাই তারা বুধবার পালিয়ে গিয়েছেন মিজোরামে। উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে ভারতের রয়েছে অভিন্ন ১৬৪৩ কিলোমিটার স্থল সীমান্ত। ১লা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর মিয়ানমারে কমপক্ষে ৫০ জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।